1. [email protected] : admin : Antar Roy
  2. [email protected] : Bidhan Das : Bidhan Das
  3. [email protected] : tkeditor :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন

পীরগঞ্জের নির্যাতিত দুই শিশুর খোঁজ নিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৭১ পঠিত

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নে নির্মমভাবে নির্যাতিত হওয়া দুই শিশু ও তাদের পরিবারের খোঁজ-খবর নিতে শনিবার বিকেলে তাদের বাসায় ছুটে যান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম নির্যাতিত শিশু সুমন (১৩) ও কমিরুল ইসলাম (১৬) এর সাথে ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে জানেন ও তাদের সমবেদনা জানান।

এছাড়াও দোষীদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে তাদের পরিবারকে আশ্বস্ত করেন এবং এই দূর্যোগময় সময়ে তাদের ঘরে থাকার পরামর্শ দিয়ে দুই পরিবারকে খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য ৫ হাজার করে দুইটি পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম প্রমুখ।

উল্লেখ্য, অবৈধ সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগ এনে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তার ৬ সহযোগীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় গত ৫ জুন থানায় মামলা হলেও আসামীরা এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বিষয়টি বিভিন্ন টিভি ও অনলাইন মিডিয়ায় ফলাও করে প্রচার হলে সকলের নজরে আসে।

পরে বিষয়টি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানতে পারলে তিনি ওইদিন বিকেলেই নির্যাতিত শিশুদের বাড়িতে যান ও তাদের খোঁজ-খবর নেন।

বিডি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর :

  © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | ঠাকুরগাঁওয়ের খবর

Theme Customized By Arowa Software
You cannot copy content of this page