ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার !

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা হতে ১৫০ পিচ ইয়াবাসহ মোজাম্মেল হক (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলার দুওসুও ইউনিয়নের অন্তর্গত বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি মোজাম্মেল হক বালিয়াডাঙ্গী উপজেলার পিতাইজুড়ি গ্রামের মতিবর রহমানের ছেলে।
১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পুস্প রঞ্জন দেবনাথ জানান, ডিবি পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের অন্তর্গত বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে মোজাম্মেল নামে এক মাদক মাদক কারবারিকে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশীকালে শার্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটে দুইটি পটলায় মোট ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক কারবারি মোজাম্মেল হক এর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
বিডি
অপরাধ