ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর তীরে সূর্যপুজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রিভারভিউ উচ্চ বিদ্যালয় সংলগ্ন টাঙ্গন নদীর তীরে বসেছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা।
সূূর্য পূজাকে কেন্দ্র করে টাঙ্গন নদীর তীর রূপ নিয়েছিল হিন্দু সম্প্রদায়ের সকল বয়সী নারী-পুরুষের মিলনমেলায়।
সূর্য দেবতার কৃপা লাভের লক্ষ্যে বিকেলে নিজ নিজ বাড়ি থেকে ডালায় কুলা ভর্তি বিভিন্ন প্রকারের ফল-ফলাদি প্রসাদ সাজিয়ে নদীর তীরে সূর্য দেবতার দিকে তাকিয়ে বসে থাকেন নারীরা।
সূর্যাস্তের পর সেখান থেকে নিজ নিজ বাড়ি ফিরে যান। আবার ওইদিন দিবাগত রাত তিনটা থেকে কুলা ভর্তি প্রসাদ নিয়ে ফিরে আসবেন নদীর তীরে। প্রতীক্ষা করেন সূর্য ওঠার জন্য।
শনিবার সূর্য ওঠার পর থেকেই নদীতে অবস্থান করে মনোকামনা ও সূর্য দেবতার কৃপাদৃষ্টি লাভের জন্য কুলা ভর্তি প্রসাদ নিয়ে নারীরা অর্ঘ্য করবেন সূর্য দেবতার উদ্দেশ্যে। প্রসাদ অর্ঘ্য শেষে নারীরা একে অপরকে আবির পরিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিডি
জেলার খবর